যার নাম ক্যাডেট

সাপের খোলস বদলের মত,
ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত স্কুলটির সাথে-
ভরদুপুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতারের মত
স্বাধীন জীবনটিরও অকাল প্রয়াণ।
অতঃপর অনুপ্রবেশ- ক্যাডেট কলেজ নামক একটি মিক্‌চার মেশিনে
পরবর্তী ছয় ছয়টি বছর কিছু অবাধ্য চোখের পানি,
ড্রিল গ্রাউন্ড নামক খোয়া
এবং সকালের পিটি নামক বালি্র সাথে
কাস্টমস এন্ড এটিকেট্‌স উইথ ম্যানারিজম, আরও পড়ুন

এসে পড়লাম

কলেজের গ্রুপ মেইলে এই সাইটের খোঁজ পেলাম। অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এ ব্লগের উদ্যোক্তাদের ।  বাংলাদেশে উৎপন্ন যাবতীয় ক্যাডেট এখানে একত্রিত (হা…হা…) ! ধন্যবাদ জিহাদকেও (আমাকে ইনভাইট করার জন্য)। নিঃসন্দেহে এ-জন্য ক্যাডেট জাতি তাদের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আজীবন কৃতজ্ঞ থাকবে।

যাই হোক, এসে তো টাসকি খায়া গেসি। কি মনোরম চিল্লা-পাল্লা হচ্ছে। মনে হচ্ছে তালুকদার স্যার এইমাত্র ক্লাসের ব্রেক দিয়ে একটু সিগারেট টানতে গেছেন। আর এই ফাঁকে পোলাপান ফর্মের মধ্যে বাজার বসাইছে। হা…হা…। দারুন দারুন। অনেকের অনেক সুন্দর সুন্দর লেখা গুলো পড়ে পুরনো সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে!!

আপাতত পড়ছি, আর মন্তব্য করছি। লেখা নিয়ে পড়ে হাজির হব।

hi from CCR

hi.. this is saifullah (16 intake ’90-’96) from ccr.. just joined with u ppl.. its a good initiative.. thanks..