লিখতে আগ্রহী?

আপনি যদি লিখতে আগ্রহী হন তবে দয়া করে ভিজিট করুনঃ

http://cadetcollegeblog.com .

সেখানে গিয়ে রেজিস্টার করুন এবং ক্যাডেট কলেজ ব্লগ পরিবার এর সাথে যুক্ত হোন। ধন্যবাদ।

161 Responses

  1. Md Sazzad Hossain
    FCC, 39th batch
    1992-1998

  2. সাজ্জাদ ভাই,

    আপনাকে আপনার মেইল ঠিকানায় ইনভাইটেশন পাঠিয়েছি। সেখানের লিংকে ক্লিক করে ওয়ার্ডপ্রেসে রেজিস্ট্রেশন করুন। তাহলেই আপনি অবদানকারী হয়ে যাবেন। ধন্যবাদ, আপনার উৎসাহের জন্য।

  3. Cadet No-913
    CCC, 18th Batch,
    1997-2003

  4. An inviation has been sent to Shahed Md. Ibn Shams. Please register using that link.

  5. Cadet No 552
    MGCC, Batch 10
    1988-1994

  6. An inviation has been sent to Selina Begum. Please register using that link.

  7. অনেকেই লিখতে আগ্রহী হয়ে মেম্বার হচ্ছেন কিন্তু আমরা কোন লেখা পাচ্ছিনা। আপনাদের অনুরোধ করব লেখা দিতে।

  8. adnan1729@hotmail.com

    Mirza Adnan Hossain

    Cadet No. 1729
    MCC 32nd Batch
    1994 – 2000

  9. আদনান ভাই, আপনাকে ইনভাইটেশন পাঠানো হয়েছে।

  10. ADD KORLE DONNO HOBO
    MD. RISAT UL HAQUE
    CADET NO-1972, 37TH BATCH, MCC(99-05)

  11. গিয়াস ভাই যে কি বলেন না।আমরা আপনাকে add করতে পেরেই নিজেকে ধন্য মনে করছি।

    ইনভাইটেশন পাঠানো হইসে। হারি আপ জয়েন কর আর লেখালেখি এবং মন্তব্য করা স্টার্ট করে দাও। 😀

  12. এখানে যে কেউ কমেন্ট করতে পারেন। অনেকেই এসে পড়ে যাচ্ছেন কিন্তু মন্তব্য করলে সবাই গিয়ার পেতাম আমরা। মেম্বার না হয়েও কমেন্ট করা যায়।

  13. M. Saifullah
    T-739
    16 Intake
    CCR
    1990-1996

  14. সায়ফুল্লাহ ভাই,
    আপনার নামে ইনভাইটেশন পাঠানো হয়েছে। এই ব্লগে রংপুরের কেউ এখনো লিখছেনা।আশা করি আপনি নিয়মিত লিখবেন।

  15. Hey dear
    I m new in this site. Add hote chacchilam vai.

    Rabbi, Cadet No-1044, 21 intake,PCC(1998-2004)

  16. আপনাকে ইনভাইটেশন দেয়া হয়েছে। দয়া করে জয়েন করুন এবং নিয়মিত লিখতে থাকুন।

  17. কি লিখবো বুঝতে পারছি না…
    আমার কাছে ক্যাডেট কলেজ হলো… চার বছরের..
    ১৯৯৬-২০০০.. আউট হয়ে গিয়েছিলাম.. ইকবাল … রেজার মৃত্যুর সময়..
    সেদিন যা যা করেছিলাম… তার জন্য ….আমার কখনো খারাপ লাগেনি.. …
    আমি আবেগপ্রবণ হয়ে যাছ্ছি…
    পরে লিখবো…

    Thanks to Kamrul..1047… আমাকে এই ব্লগ-এর ব্যপারে জানানোর জন্য….

    saif
    1045
    21st Batch..
    1996-2000

  18. সাইফ ১৯৯৬-২০০০ লিখিস না বাকি দুই বছর তুই কলেজে হয়তবা ছিলিনা আমাদের সাথেই ছিলি।

  19. Nostalgic hoye porchi…good initiative
    ________________
    Alamgir Nasir
    Cadet No-523
    Batch-12th
    CCR
    1986-1992

  20. cadet name: tarek
    cadet no:2311
    batch no: 46th
    duration:1999-2005
    cadet college:faujdarhat cadet college

  21. আর একটি কথা।আপনারা এই ব্লগ পড়তে থাকুন ততদিন এবং দু হাত খুলে মন্তব্য করতে থাকুন।মন্তব্য করার জন্য মেম্বার হবার কোন প্রয়োজন নেই।ওয়ার্ড প্রেস এ রেজিস্টার করে অথবা রেজিস্টার ছাড়াই মন্তব্য করতে পারবেন।

    ধন্যবাদ।

  22. Md. Arafat Rahman,
    Cadet No.:O/1307,
    CCR,27th intake,
    2001-2005

  23. Hi

    Name : Mehedi
    Batch : 18 ( 1995-2001)
    C-N : 895
    Barisal Cadet College

    add me. Thanks

  24. আরে মেহেদি ভাই কি খবর? আমি শরীয়তুল্লাহ হাউসের রায়হান।
    যাই হোক ভাইয়া আপনাকে কন্ট্রিবিউটর হবার ইনভাইটেশন পাঠিয়ে দিচ্ছি। যোগ দিন এবং মন্তব্য করতে থাকুন। লেখাও জমা দিতে পারবেন। তবে সীমাবদ্ধতার কারণে তা প্রথমে মডারেশন কিউ তে জমা হবে। আর কয়েকদিনের মধ্যেই আমরা চলে যাব নিজেদের জায়গায়। তখন আর এই সমস্যা থাকবেনা। তাহলে শুরু করুন আজই।
    আর একটা কথা। ইনভাইটেশন এ ক্লিক করলে একটা রেজিট্রেশন ফরম আসবে। ওখানে রেজিট্রেশন করলেই আপনি মেম্বার হয়ে যাবেন।

  25. Raihan .. Bangla kivabe likbo ??? Ovro ki Vista Support kore ??? Tomaderk ki kobor? Site ta jotil hoice.. mail koro… bye

    Mehedi
    KL, Malaysia
    mail: mehedi895@yahoo.com
    Cell: +60143608120

  26. মেহেদি ভাই,
    ভিস্তা সাপোর্টেড অভ্র এর কাজ যতদূর জানি এখনো চলতেসে। 😦
    তবে আরেকটা উপায় আছে তবে সেটা আরেকটু জটিল।ভিস্তাতে কাস্টোমাইজড কী বোর্ড বানানোর অপশন আছে।ওটা দিয়ে করতে হয়।
    কি আর করা।আপাতত ইংলিশ এই মন্তব্য করতে থাকুন।আমাদের নিজেদের সাইট এ শিফট করলে আশা করি এই সমস্যা টা থাকবেনা।

  27. hi,this is tajwar from 22nd batch of pcc..I was really glad when i got the name of this site from raihan vai…I m really unable to express my feelings to all my CC brothers and sisters..I dont know how to write in bengali in this site..i have vista operating system..anyways i”ll keep writing to this site..My heartiest love and gratitude to all ex and present cadets!!!!!!!!!!Bye All

  28. ভিস্তায় চোখ বুজে অভ্র দিয়ে লেখা যায়। আলাদা কোন কিছুই লাগে না।

  29. ভাই আমার কোন দোষ নাই।সব দোষ মুহাম্মদ এর।আমি ওরে জিগাইসি যে যায় কীনা। ও না করসে,আমিও না করসি। এই হইলো কাহিনী।
    ব্যাপারটা কি হইলো বুঝতে পারছেন তো?আমার কোন দোষ নাই,মুহাম্মদ হইল কালপ্রিট 😉

  30. একদম পুরা দমের কালপ্রিট। আমি সেই প্রথম থেকেই ভিস্তায় লিখে যাচ্ছি। আর কিছুই লাগছেনা। ইয়াহুতেও ইদানিং বাংলায় লিখছি। ইয়াহু মেসেঞ্জার ৮।০ তে পারিনাই নতুন ৯ এর বেটা নামিয়ে তাতে বাংলায় চ্যাট করছি।

  31. আমাদের রুমের এক পিসিতে ভিস্তা ইনস্টল করার পর অভ্র ইনস্টল করা যায় নাই। অন্য কোন কারণ ছিল বোধহয়। যাহোক, ভুল ভাঙিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

  32. @তাজওয়ার যতদূর মনে পড়ে তোরে আমি গতরাতে এসএমএস পাঠাইছিলাম। আমি তো তোর ভাই লাগিনা। যাই হোক তোরে ইনভাইটেশন পাঠাই দিসি। ওখানে ক্লিক করে জয়েন লাগা…
    বাংলা লেখা নিয়ে ভয়ের কিছু নাই। অভ্র ফোনেটিক ব্যাবহার কর। ওখানে যদি তুই লিখিস baba তাহলে বাংলায় দেখাবে বাবা। সবাই এভাবেই লেখে। ডাওনলোডের লিঙ্ক দেয়া আছে বাংলা প্রবলেম এ। অথবা সরাসরি চলে যা , http://omicronlab.com এ। মন্তব্যে অংশগ্রহণ কর। তাহলে আমরা বুঝব সবাই আমাদের সাথে আছে। ভাল থাকিস…
    রায়হান
    বিসিসি

  33. @মেহেদি ভাই,
    ভাইয়া এতক্ষণে তো বুঝে গেছেন যে ভিস্তাতেও অভ্র দিয়ে লেখা যায়… এইদিকের অবস্থা ভাল। কয়েকদিন আগে পিকনিক ছিল সেখানে অনেকের সাথে দেখা হয়েছে। আপনি যে অস্ট্রেলিয়ায় জানা ছিলনা। যাই হোক মন্তব্যে অংশ গ্রহন করেন। লেখাও শুরু করেন। আর আমরা ১৫ দিনের মধ্যে নতুন সাইটে উঠে যাব। আর আপনার সাইটটা দেখলাম আজকে। আপনি একটু হেল্প কইরেন ডিজাইনিং এ। কি হেল্প পরে জানাবো। মেইল দিয়েন
    raihan1079@gmail.com

  34. রায়হান, কুইক চশমা লাগাও।
    মালেশিয়া যে অস্ট্রেলিয়ায়, এটা জানতাম না। :-p

  35. হে হে… কনফু ভাই,জানেন জানেন… দুনিয়ায় কত জিনিসই যে অজানা আছে 😛

  36. ছ্যারি………ওই একি একি সেম সেম… 😦

  37. যারা যারা আবেদন করেছেন সবার নামে ইনভাইটেশন পাঠানো হয়েছে।দয়া করে জয়েন করুন এবং দু হাত খুলে স্মৃতিগুলো সবার সামনে মেলে ধরুন।

    হ্যাপি ব্লগিং 🙂

  38. কেউ একজন অতিথি লেখক এর একাউন্ট এ লগ ইন করে লিখছিলেন।আপনি দয়া করে ব্লগে ইউজার হিসেবে জয়েন করে নিজ একাউন্ট থেকে পোস্ট টি সাবমিট করুন।ধন্যবাদ।

  39. অতিথি ব্লগারের আইডিয়াটা ভালো।
    কিন্তু এখন কেমন করে ইনভাইটেশান পাঠানো হচ্ছে? ৩৫ এর কোটার কি হল?

  40. i am asif shaikat.i was in pabna cadet college.my duration was 2000-2006.

    (INVITATION SENT)

  41. কনফু ভাই,আমরা সবাই ভুল বুঝছিলাম। ইউজার লিমিট শুধু প্রাইভেট ব্লগের জন্য প্রযোজ্য।পাবলিক ব্লগের জন্য নয়।তাই উঠিয়ে দিলাম।অবশ্য সমস্যা নেই।নতুন যারা জয়েন করবে সবাইকে প্রথমে মডারেশন এর মধ্য দিয়ে যেতে হবে।

  42. অতিথি লেখকের টা ডিলিট করে দে তাহলে…

  43. এটাতো খুবই ভালো খবর।
    আমি ভাবছি, তাহলেও কি আমাদের আলাদা সার্ভারের দরকার হবে?

  44. অতিথি লেখক হিসেবে যিনি “আমাদের প্যাচালী” শীর্ষক লেখাটি সেভ করেছিলেন সেই লেখাটি আমার কাছে আছে। যিনিই লিখে থাকুন দয়া করে জয়েন করার পর পরই আমাকে জানান।আমি আপনার একাউন্টে লেখাটি যোগ করে দিবো।

  45. না,ওয়ার্ডপ্রেস এর জন্য দরকার হবেনা।
    কিন্তু আমাদের ইচ্ছে আমরা আলাদা নিজস্ব একটা সাইট খুলি।এখানে ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট থিম মডিফিকেশন এর কোন সুযোগ নেই।সেটা করার সুযোগ থাকলে হয়তোবা সবাই ওয়ার্ডপ্রেসেই থেকে যেতে চাইতো।আর নিজস্ব সাইটের চিন্তাটা শুধু আমার একার না,আরো অনেকেই একসাথে করছি।

  46. হায় হায় আমি তো যোগ করে দিয়েছি। যাই হোক দোস্ত অতিথি লেখক জিনিসটা উঠায় দে…
    @কনফু ভাই,
    এইটা কি কন। নতুন বাড়িতে যাইতে চাই…

  47. ঠিকাছে।
    নতুন সাইটে কিসের উপর বানানো হবে ব্লগ, সেটা ঠিক হয়েছে? ওয়ার্ডপ্রেস, নাকি ড্রুপাল? নাকি অন্য কিছু?

  48. @রায়হান – অতিথি লেখক তুলে দিসি
    @অতিথি লেখক- আপনারটা পোস্ট করে দেয়া হয়েছে।মেম্বার হিসেবে আপনি জয়েন করলে আপনার একাউন্টে লেখাটি যোগ করে দেয়া হবে।

  49. @ওয়ার্ডপ্রেস এর উপর বানানো হচ্ছেনা এতটুকু শিওর।কোনটার উপরে হচ্ছে আপনাকে আমি শীঘ্রই জানাবো।

  50. আমি আমাদের বন্ধুদের জন্যে ব্লগ/ফোরাম বানানোর সময় তিনটা টেস্ট করেছিলাম।
    ১/ পানবিবি
    ২/ ড্রুপাল
    ৩/ ওয়ার্ডপ্রেস

    এখন শেষমেষ পানবিবি-র ফোরামে আছি। কারণ ওরা কেউই ঠিক ব্লগার নয়।
    তবে আমার কাছে সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি লেগেছিলো ওয়ার্ডপ্রেস। তারপরে ড্রুপাল।
    গুগল এরকম কোন টুল বের করলে আসলে ভালো হতো। নিশ্চয় অন্যদের চেয়ে ভালো কিছু বের করতো।

  51. ওকে আমি তাহলে ওয়ার্ডপ্রেস এর কথাও বলে দেখবো।
    আর নাজমুল ভাই ছাড়াও আরেকজনকে পাওয়া গেছে।আমাদেরই এক ক্লাস মেট।ওকেও মোটামুটি বস ধরা যায়।অলরেডি কয়েকটা কোম্পানীর জন্যেও ও সাইট ডেভেলপ করে দিয়েছে। কাজেই আশা করছি ডেভেলপিং এ সমস্যায় পড়তে হবেনা।

  52. রাজী
    Cadet College Rangpur
    Cadet No. 1210
    ১৯৯৯ – ২০০৫

    (INVITATION SENT)

  53. রাজী
    cadet no. :1210
    cadet college rangpur
    1999 – 2005

  54. রাজী, ইনভাইটেশন অলরেডী দেয়া হয়েছে। ইনবক্স চেক করুন।

  55. cadet name: Nurul
    cadet no.:1970
    37th batch
    RCC
    2000-2006
    ভাই, তাড়াতাড়ি আমারে মেম্বার কইরা ন্যান…………… নাইলে কইলাম……………… সাউথ হলের পাঁচ তলায় আইতাছি [দুই তলা থাইকা কইতাছি………]

    (INVITATION SENT)

  56. আরও ক্লাসমেট জোগাড় কর। আইইউটিতে শুধু আমাদের ব্যাচের লোকজনই আছে। তোমাদের ও তোমাদের জুনিয়রদের মধ্যে আরও মেম্বার চাই।

  57. নুরু পাগলা জয়েন কর…

  58. অসাধারন একটা সাইট। সব পুরানো দিন মনে পড়ে যায়।

    সামি
    আরসিসি
    ১৯৯০-৯৬

    (INVITATION SENT)

  59. i’m from mirzapur cadet college 37th batch (1999-2005),cadet no 1986.
    i’m interested to join this blog community

    (INVITATION SENT)

  60. i m didar
    FCC
    batch 46
    99-05
    cadet no:2357

    ADD ME

    (INVITATION SENT)

  61. Bony
    CCR
    batch 25
    99-05
    cadet no :1186

    Add me

    (INVITATION SENT)

  62. দিদার- হোসেন আর বনিকে
    oil-cum

  63. hi sabai kemon?ame akhono invitation paini!ki korbo bujhte parchina..plz help me out

    (INVITATION SENT)

  64. তাই নাকি???
    ওকে … এখনি পাঠানো হবে

  65. শুধু ইনভাইটেশন পাইলে কিন্তু হবে না। লেখতেও হবে। আমরা অনেক মেম্বার পাচ্ছি কিন্তু সেই হিসাবে লেখা পাচ্ছি না।

  66. Shahed
    Cadet Number – 775
    15th Intake
    Titas House
    Comilla Cadet College
    Year 1994 – Year 2000

    (invitation sent)

  67. Hasan Md. Abdul Quyyum
    FCC, 39th batch
    [1992-1998]

    (INVITATION SENT)

  68. এইখানে সিলেটের আমাদের ব্যাচের কামরুল (তপুদের দুই ব্যাচ আগের) লিখছিলো দেখছিলাম একবার। ওরে কি ইনভাইটেশান পাঠানো হইছে?
    না পাঠাইলে শিগগির পাঠাও, ধইরা বাইধা যেমনেই হোক নিয়া আসো। ও হইতেছে আমার দেখা সবচে গ্রেট গল্পবাজ!

  69. কামরুল ভাইকে পাঠানো হইছে উনি জয়েন ও করেছে। কিন্তু ওনার কাছ থেকে কোন লেখা পাইনাই।

  70. Mahmudul Alam
    CCC, 18th intake, G-902
    1997-2003

    (INVITATION SENT)

  71. Xihad নামের একজন আমাকে invitation পাঠাইচে, thanx,
    but লেখা কিভাবে upload করতে হয়, জানাবেন কি?

  72. লেখা আপলোড এর নিয়ম জানার জন্য নীতিমালা সেকশন টা একবার ঘুরে আসেন

  73. Md. Mobashir Hasan Shandhi
    JCC, 36th batch
    1999-2005
    (পাঠানো হয়েছে)

  74. Mim Saznus
    G-837,CCC, 17th Intake
    1996-2002

    (INVITATON SENT)

  75. Tanvir
    G-739
    CCC
    15th Intake (1994-2000)

    (INVITATION SENT)

  76. তানস,
    গ্রেট। লেখা শুরু করে দে এইখানে!

  77. shaobai kintu thik moto likhba.Thik ache!!
    chapabaji korona kintu.

  78. Bahauddin
    FCC
    Cadet No-2314
    Batch-46th

    ADD ME

  79. ভাই, এখনো invitation পাইলাম না 😦

  80. তানভীর ভাই, সরি।কোন ফাঁকতালে আপনার ইনভাইটেশন টা বাদ পড়ে গেসিল 😥

    এখন মেইল ইনবক্স চেক করে দেখেন। হ্যাপি ব্লগিং :mrgreen:

  81. জিহাদ, ইনভাইটেশন পাইসি…থেঙ্কু 😀
    ব্লগিং এর অভ্যাস একেবারেই নাই রে ভাই……
    তোমাদের লেখা পইড়া খুব মজা পাচ্ছি…
    ইনশাল্লাহ কিছু লিখার ট্রাই করব।

  82. হায় হায়…লিখতে চাইছি জিহাদ…হয়ে গেল গিহাদ…সরি ভাই…

  83. Asif Alam Sazzad
    C.no. 958
    19th Batch
    PCC
    1996-2002
    (পাঠানো হয়েছে)

  84. তানভীর ভাই, খালি টেরাই নেন একবার।বাকিটুকু এম্নেই হয়ে যাবে।

  85. Md. Razibul Islam
    Cadet Number – 1968
    36th Intake
    Hunain House
    Jhenidah Cadet College
    Year 1999-2005

    (INVITATION SENT)

  86. ইদানিং অফিস আওয়ারে/বাসায় অবসর পাইলেই আমি cadetcollegeblog এ উকি ঝুকি মারি । It makes me nostalgic. Hats off to those who worked in the fore and background of this initiative. Guys please subscribe me as a proud member of the cadetcollegeblog family.

    Syed Shafi
    Cadet# 417
    9th Batch
    Sher-e-Bangla House
    Barisal Cadet College (1986-1992)

    (INVITATION SENT)

  87. shafi ভাই,

    আপনার মত সিনিয়র ব্যাচের একজনের কাছ থেকে প্রশংসা পাওয়া আমাদের জন্য really inspiring. আপনাকে ইনভাইটেশন দেয়া হয়েছে। খুব শিগগিরি জয়েন করুন এবং আপনাদের আমলের কাহিনীগুলা আমাদের সাথে শেয়ার করুন।

    হ্যাপি ব্লগিং :mrgreen:

  88. Tarik
    Cadet no: 1182 / 24
    SUH
    BCC (2001-2007)

    (INVITATION SENT)

  89. towfique
    cdt no.1939
    badr hose
    jcc(1999-2005)

  90. জিহাদ ভাইয়া
    কাইন্ডলি আমাকে লেখা আপলোড করার নিয়ম বলো। “নীতিমালা” অনুযায়ী wordpress editorজাতীয় কিছুই খুঁজে পাচ্ছিনা।
    জলদি করো। লেখা নিয়ে বসে আছি। আর যে দেরি সয়না।

  91. @ধনাত্নক চিন্তাবিদ- আপনি লগ ইন করা থাকলে উপরের ড্যাশবোর্ডেই new post নামে একটা অপশন আছে দেখবেন।ওটাতে ক্লিক করলে ওয়ার্ডপ্রেস এডিটর ওপেন হবে।সেখানে আপনার লেখাটি পেস্ট করে উপরে ডান দিকের কোণায় publish statuse অপশন থেকে pending for review সিলেক্ট করে সেভ করুন।

    ব্যাস।আপনার কাজ এইটুকুই।বাকিটুকু আমি দেখতেসি। 😉

  92. invitation theke member hoar try koresi, but problem disse NAME, PASSWORD nite chasse na…… problemta ki ………

  93. পাসওয়ার্ড নিতে চাচ্ছেনা বলতে ঠিক কি বুঝাতে চাচ্ছেন।ওয়ার্ডপ্রেস এর সিকিউরিটি রিজন এর জন্য অনেক সময় কোন পাসওয়ার্ড নিতে চায়না। এই সমস্যা এড়ানোর জন্য অক্ষর এবং সংখ্যার সমন্বয়ে কোন পাসওয়ার্ড নির্বাচন করুন।তাহলে সমস্যা হবার কথা না।

  94. @তারিক- ভাই,ব্লগের সাইজটা আরেকটু বাড়ানোর চেষ্টা করো। কলেজে কত মজার মজার ঘটনা আছে,ফ্রেন্ডদের সাথে কত স্মৃতি আছে সেগুলা নিয়ে লিখো।সবাইকে মনে রাখার মত ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করো।তাহলেই সেগুলো ছাপা হবে।এক লাইনের ব্লগ আসলে আমরা এইভাবে ব্লগে পাবলিশ করতে চাচ্ছিনা। আশা করি কি বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছো।তোমার ব্লগের প্রত্যাশায় রইলাম।

  95. ‘আমাদের কথা’ পাতাটা আপডেট করা যায় না?
    অনেক নতুন মানুষ চলে এলো দেখি।

  96. আলম ভাইয়েরটা ছিল না। দিয়ে দিলাম…

  97. add me:
    sabbir
    sabbir ahmed
    923, shere bangla house
    BCC (1995-2001)

    (INVITATION SENT)

  98. Add me:

    Ashraful Amin Talukder (Robin)
    M-757, Meghna House
    CCC (94-00)

    (INVITATION SENT)

  99. রায়হান
    ধন্যবাদ। “আমাদের কথা”তে ক্যাডেট নং অনুযায়ী (batchwise) সাজালে ভাল হয়।
    আর বরিশালের লিস্ট লেখার আগে একটা গ্যাপ হবে (just press on the Enter key 1 time).
    আশাকরি বুঝতে পারস।

  100. ashraf
    M-757
    CCC (94-00)

    (INVITATION SENT)

  101. Md. Akhlaq-Uz-Zaman
    Cadet No-454 (9th batch)
    Shariat Ullah House
    Barisal Cadet College
    1986-1992

    Please add me

    (INVITATION SENT)

  102. আমি লেখাপড়া জানি না, কিন্তু আমিও লেখতে চাই 😦
    কি করি ক তো?

  103. তুই লেখাটা ভয়েস রেকর্ড করে রায়হানের কাঠে পাঠায়া দে…ও লিখে আপলোড করে দিবে!!!কিরে রয়হান,দিবি না??
    😆

  104. চম‍‌‌‌ৎকার উদ্যোগ। খুবই ভাল লেগেছে। Please Count me in

    মাসুম
    ক্যাডেট নং – ৬২৪
    ১৩তম ইনটেক(১৯৯২-১৯৯৮)
    তিতাস হাউস
    কুমিল্লা ক্যাডেট কলেজ।

    (INVITATION SENT)

  105. we,cadets,needed a site like this..fantastic..
    Plz add me
    Taufique
    H-1929
    Hunain House
    35 th Intake,JCC
    1998-2004

    (invitation sent)

  106. @bonno vai
    ami najrul -308, 07 batch
    u?

  107. Name: 2Lt Md Asiful Alam
    College : Mirzapur cadet college (2007/37)
    Year : 1999-2005

    (INVITATION SENT)

  108. আমার আরেকটা আইডি আসে ওয়ার্ড প্রেসে। ID – syedshafi associated with email address syedshafi@gmail.com . Moderator can you please tag this ID with cadetcollegeblog as well?

    Syed Shafi
    (BCC/SBH/1986-92)

  109. shafi ভাই,
    করা হয়েছে। ধন্যবাদ।

  110. @জিহাদ ভাই
    একটা পোষ্ট দিছি গতকাল রাতে………
    পেয়েছেন কি?

  111. @জিহাদ ভাই,
    “আত্মার ডায়রি থেকে……” নামে একটা ছোটগল্প পোস্ট করেছিলাম, পেয়েছেন কি? এ ধরনের পোস্ট দিলে কোন সমস্যা আছে কি?

    তারিক/bcc/2001-2007

  112. সরি ভাই।দেরি হয়ে গেল এপ্রুভ করতে 😦

    আজকে ভোর ছটায় উঠেই মানিকগঞ্জ দৌড়াইতে হইসে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুর এ।মাত্র ফিরলাম…

  113. বাকি মডারেটরেরা কই? একজন একা কতোদিক সামলাবে? 😉

  114. ভাই, আমি বাংলায় নতুনতো, বাংলা লিখতে অনেক অনেক সময় লাগে, এইটা পোস্ট করতেই প্রায় আড়াই ঘণ্টা লেগে গেছে। তাই বানানের দিকে ততটা খেয়াল রাখতে পারি না, একটু expert হয়ে গেলে ইনশাল্লাহ আর এমন ভুল হবে না। এবারের মত কান ধরলাম…………

  115. @মডারেটর,
    এই মুহূর্তে কারা ব্লগে আছে , এটা দেখার কোন উপায় আছে কি?

  116. নারে ভাই…দেখার উপায় নাই…
    নতুন সাইটে উঠলে (অতি শীঘ্রই) এই ব্যবস্থা করা যাবে আশা করি…

  117. @sabbir ভাই,

    আপনার লেখাটা আপলোড করতে পারতেসিনা আপাতত।খুব সম্ভবত ওয়ার্ডপ্রেস সার্ভার এ কোন ঝামেলা চলতেসে।

    যখন সম্ভব হবে তখনি সেটা আপলোড করে দিব।

  118. @Zihad,
    OK bro,,,,no problem. 🙂

  119. saif
    BCC, 12th intake
    1989-2005

    (INVITATION SENT)

  120. Saif

    I guess you’re from SBH, right? How r u doing? what are you doing now? and you’re in BCC from 1989-1995 right? I was scared to see written 1989-2005!!!

    Syed Shafi
    BCC (1986-1992)

  121. অথবা আমাদের সাইফ ও হতে পারে…

    তাহলে অবশ্য দুইটা ভুল করতে হয়। ইনটেক হবে, ২২ আর ইয়ার হবে (৯৯-০৫)। 😀

  122. If he is from 12th intake as he did write requesting the subscription then he suppose to be in BCC from 1989-1995, not 1999-2005. 🙂

  123. Faarid
    Sylhet cadet college
    1995-2001

    (INVITATION SENT)

  124. Can any cadet forget his sweet childhood home….BCC.
    No………no………no……….
    i can easily remember a lot of incident,event and moment .
    we r the 18th batch most naughty batch(mentioned by that time teachers).i can remember the adjutant (major maksud Ex-RCC)punishment (so horrible ).one thing i cann’t forget that is when we r going to leave cadet college (2001 after HSC last practical exam )that time he also behaved with us rudely .because we were late to come from teacher campus.Rafi was our college captain .may be rafi forgot that incident.now he is an army officer(captain).last speech towards us from major maksud was valuable .now , i remember his advice each and every day. he was always right.we r the 18th batch that got more and more punishment from him.but, when i remember those day i laugh myself and think what a stupid things i myself did.when we meet with our friends at 32 dhanmondi we remember our BCC.Next time i will cont…………………

  125. Kamrul Hasan
    19th batch, surma house
    Sylhet cadet college
    1994-2000

    Please add me

  126. কামরুল ভাই, আপনি অলরেডী কন্ট্রিবিউটর হিসেবে এই ব্লগ এর মেম্বার। যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান এখানে জানান। আমি নতুন পাসওয়ার্ড দিয়ে দিব।

  127. Hossain 42nd Faujdarhat Cadet College. 1995-2001

    Ar kichhu lagbe bhai?

  128. didn’t know that Rafi is in Army. He must be doing well. Such a well mannered Cadet.
    Best wishes for all.

  129. রাফি এখন RAB এ আছে।
    তোফায়েল কি খবর দোস্ত!!!!

  130. east and west,pcc is the best.

  131. “কুমিল্লার গর্ব আশিক”-এ একটা topic নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সবাই যদি ব্যক্তিগত মতামতটা আমার সাথে একটু share করতেন……… pls সবার অংশগ্রহণ আশা করছি। সবাইকে অনেক ধন্যবাদ……….

  132. I cant write the bangla of ‘science’ or ‘knowledge’. Having problem with writing ‘বিজঞান’ or ‘জঞান’

  133. @ শফি ভাই
    আমরাতো লিখতে পারতেসি। biggan/ ggan দিয়ে try করেনতো।

  134. আমি লিখলে ‘বিজ্ঞান’ হয়, কিন্ত এইটা তো একটু অন্যরকম দেখায়।

  135. বাসায় ল্যাপটপে দেখলাম একরকম অফিসে ডেস্কটপে তো এখন তো দেখি ঠিকই আসে। আবার লেখি তো ‘বিজ্ঞান’, হ্যা এইখানে তো ঠিকই দেখায়। আশ্চর্য! but the same application has been loaded. তাইলে এইটা কি ব্রাউজারের default character encoding এ difference এর জন্যে হচ্ছে? অফিসে আসে UTF-8, বাসায় check করে দেখিনাই।

  136. হ্যা। ব্রাউসার সেটিংস এর জন্য হতে পারে।

  137. @ শফি ভাই
    আমরাতো নোটপ্যাডকে (encoding) Unicode দিয়ে save করেছি, not UTF-8.
    আমার ৩টা PCতে (সবার ব্রাউসারে Unicode(UTF-8)) এটা ঠিকই কাজ করছে।

  138. Abu Jafar Mohammad Saleh
    MCC, 31st Batch, Cdt no: 1693
    1993 – 1999

  139. Hey everybody, my comp does not seem 2 b smart enough 2 retrieve Bangla and support me 2 write as well. Whatever tht does nt matter as long we(at least I) have feelings in my heart.
    By the way I am Zobayer; known widely as:

    Cadet Sharley
    Cadet No:1938
    36th batch
    RCC(1999-2005)

  140. Sharley,

    to make ur computer smarter for bangla viewing plz have a look on our “Bangla Problem? ” section.

    i think that will do the rest.

    Welcome to CCB!!

  141. @tariq- ইংরেজীতে লেখা কোন ব্লগ এপ্রুভ করা হচ্ছেনা। কাজেই তুমি কষ্ট করে লেখাটাকে বাংলা করে আবার সাবমিট কর।

  142. CADET tanvir
    BCC-22nd intake(1999-05)
    cadet no:1111
    Shaid suhrawardy house..

    anthng more??????

  143. ক্যাডেট কলেজ ব্লগের নতুন বাড়িতে কি কোনো প্রব্লেম হইছে? ঢুকতে পারতেছিনা কেন?

  144. cadetcollegeblog.com down কেন?

  145. শফি ভাই আমিও ঢুকতে পারতেছিনা। ঘটনা কি?????

  146. shafi vai… server prob… kalker moddhei thik hoye jabe asha kori 😦

  147. Cadet No 843
    16th Batch
    Sadachar House
    1994-2000
    MGCC

  148. vai,kamne ki korbo ektu kosto kore mail kore janaben.
    Cadet Mahmud
    H-2030 (37th Intake)
    JCC
    2000-2006

  149. @Nourin Tanzia and Asif-

    amra notun server e dui ekdiner moddhei abar move kortesi. tar age ekhane ar kno add request accept kora hocchena. please have ur patience for two or three days more.
    thnk u 🙂

  150. @asif- u have given a wrong email id.

    plz give again a valid one.

    thnx.

  151. vai,ami registration er required field fill up korechi………..but i havent got any confirmation mail yet ,i tried to log in ,,,,,,,,,,,but i couldnt……………….moderator vai,,,,,,,,,,,,,would u solve the problem …………

    regards

    saif aldin(1994-2000)
    ccc 15th

  152. did u chek ur spam folder??

    may be it is there. if u still dont get it then inform us again.

    thnx

  153. Add me,plz…

    Kabir
    K-1774
    32nd Intake
    1995-2001
    JCC

  154. Siddiqui
    C.No: 1954
    Batch: 30
    Year: 1992-1998
    Faujdarhat Cadet Collect

  155. there was a small mistake in my batch no. it wld be 39th, instead of 30th : )

  156. দেখি তো কমেন্ট করে…কেমন লাগে!! 😀

Muhammad এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল